“ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি নিয়ে আলোচনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা”

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে করা সব অসম চুক্তি পুনরায় আলোচনা করা হবে। তিনি বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনের বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি উল্লেখ করেন, সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারতীয়রা ফেন্সিডিলসহ মাদক তৈরি করে বাংলাদেশের দিকে পাচার করে। বিএসএফ ও ভারতীয় নাগরিকদের পক্ষ থেকে সীমান্তে হত্যাকাণ্ড, নিরস্ত্র বাংলাদেশিদের ওপর গুলি চালানো এবং তাদের আটক করার মতো ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়া, সীমান্তের ১৫০ গজের মধ্যে যেকোনো উন্নয়নমূলক কাজ, যেমন মসজিদ বা মন্দির নির্মাণ, দুই দেশের সম্মতি ছাড়া করা যাবে না, বলে তিনি জানিয়েছেন। সীমান্তে অবৈধ পারাপার, সীমানা লঙ্ঘন, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করা হবে।
তিনি আরও বলেন, আগরতলা থেকে আখাউড়ার দিকে বর্জ্য পানি প্রবাহিত হওয়া এবং নদীর পানি বণ্টন, পানি উত্তোলন, পানি চুক্তি বাস্তবায়ন নিয়েও আলোচনা হবে।
আপনার মতামত লিখুন