মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের বাংলাদেশে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক
                                                                                        নিজস্ব প্রতিবেদক                                        
                                        প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ১:০৮ অপরাহ্ণ
                                     
                                                                    মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন দূতাবাস জানায়, এই বৈঠকগুলো রাজনৈতিক দলগুলোর অবস্থান ও পরিকল্পনা সম্পর্কে আরও বিস্তারিত ধারণা অর্জনের জন্য ছিল।
এর আগে, ২০ জানুয়ারি, তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকে জ্যাকবসন বলেন, “আমরা জাতি হিসেবে আপনার সরকারকে বিভিন্ন বিষয়ে সমর্থন দিতে প্রস্তুত রয়েছি।”
বৈঠকে, প্রধান উপদেষ্টা বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রে রাজনৈতিক ঐকমত্য গঠনের প্রচেষ্টা এবং আগামী সাধারণ নির্বাচনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি আশা প্রকাশ করেন, ফেব্রুয়ারির শুরুতেই রাজনৈতিক দলগুলো এই বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে।


 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
আপনার মতামত লিখুন