রাশিয়ার গামালেয়া ইনস্টিটিউটের ক্যান্সার টিকা সেপ্টেম্বর থেকে বাজারে আসবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ১২:৪৮ অপরাহ্ণ
রাশিয়ার গামালেয়া ইনস্টিটিউটের ক্যান্সার টিকা সেপ্টেম্বর থেকে বাজারে আসবে

রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আলেক্সজান্ডার গিন্টসবার্গ জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে ক্যান্সারের জন্য তৈরি রাশিয়ার টিকা বাজারে আসতে পারে। রুশ বার্তা সংস্থা নভোস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

গিন্টসবার্গ বলেন, “চিকিৎসায় এই টিকার ব্যবহারের অনুমোদনের জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি। অনুমোদন পাওয়ার পর সেপ্টেম্বরে এই টিকার ব্যবহার শুরু হতে পারে।” তিনি আরও জানান, এই টিকা ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য কার্যকর হবে এবং এটি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে ক্যান্সারের কোষ শনাক্ত ও ধ্বংস করবে।

রুশ গবেষকরা জানান, চলতি বছর আরও কিছু ক্যান্সারের ওষুধ ও টিকা বাজারে আসতে পারে, কারণ রাশিয়ার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলি এ বিষয়ে গবেষণা চালাচ্ছে। গিন্টসবার্গ বলেন, পরীক্ষামূলক ব্যবহারে দেখা গেছে, এই টিকা টিউমারের বৃদ্ধি এবং মেটাস্টেসিসের বিস্তার রোধে কার্যকর।