সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড নীতিমালা এক সপ্তাহের মধ্যে প্রকাশ: উপ-প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ২:২৬ অপরাহ্ণ
সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড নীতিমালা এক সপ্তাহের মধ্যে প্রকাশ: উপ-প্রেস সচিব

আগামী এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডের নতুন নীতিমালা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

আজ রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনায় একটি কমিটি গঠন করা হয়েছে, যা মুক্ত সাংবাদিকতার নীতি অনুসারে সুপারিশ করবে। পরে তথ্য মন্ত্রণালয় ও সাংবাদিক প্রতিনিধিরা তা চূড়ান্ত করবে।

তিনি বলেন, ২০২২ সালের নীতিমালার কিছু আপত্তিকর বিধান সংশোধন করা হবে, যেমন সরকারের উন্নয়ন প্রচারের বাধ্যবাধকতা ও বিদেশ সফরের পূর্বানুমতির শর্ত বাতিল করা হবে।

নতুন নীতিমালায় পত্রিকার সার্কুলেশনভিত্তিক কার্ডের নিয়ম বাতিল করে কর্মরত সাংবাদিকদের ৩০% বা সর্বোচ্চ ১৫ জনকে কার্ড দেওয়া হবে। ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে ২০ বছরের অভিজ্ঞতা বা সাংবাদিকতার অধিকার রক্ষায় সম্পৃক্ত থাকার শর্ত রাখা হয়েছে।

এছাড়া, ফৌজদারি মামলার রায়ের আগ পর্যন্ত কার্ড বাতিল না করার নীতিমালা যুক্ত করা হয়েছে, তবে চূড়ান্ত চার্জশিট হলে কার্ড স্থগিত থাকবে।

তিনি জানান, ১৬৭ জন সাংবাদিকের কার্ড বাতিল করা হয়েছে, যার মধ্যে মাত্র সাতজন পুনর্বিবেচনার আবেদন করেছেন।

মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।