অমর একুশে বইমেলা ২০২৫ শুরু ১ ফেব্রুয়ারি, আয়তন বাড়ছে এবং নতুন পুরস্কার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ২:৫৪ অপরাহ্ণ
অমর একুশে বইমেলা ২০২৫ শুরু ১ ফেব্রুয়ারি, আয়তন বাড়ছে এবং নতুন পুরস্কার

আগামী ১লা ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে একুশে বই মেলা ২০২৫।এবারের মেলা আয়তন এবং প্রকাশনা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো হয়েছে। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বইমেলা-২০২৫ পরিচালনা কমিটি এ তথ্য জানান।

বইমেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, যিনি ৩টার দিকে অনুষ্ঠানে উপস্থিত হবেন। এবারের মেলায় মোট ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে, যার মধ্যে ১ হাজার ৮৪ ইউনিট বরাদ্দ করা হয়েছে।

এছাড়াও, সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে মোট ৩৭টি প্যাভিলিয়ন থাকবে, এবং ১৩০টি লিটল ম্যাগাজিনকে স্টল বরাদ্দ করা হয়েছে। শিশুদের জন্য ৭৪টি প্রতিষ্ঠানকে ১২০ ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় বেশী।

বইমেলায় বই বিক্রি হবে ২৫ শতাংশ কমিশনে এবং প্রতি শুক্র ও শনিবার বিকেল ৪টায় সেমিনার অনুষ্ঠিত হবে। মেলায় সেরা বইয়ের জন্য “চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার” এবং “মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার” দেওয়া হবে। এ বছর নতুন শিশুতোষ গ্রন্থের জন্য “রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার”ও থাকবে।

বইমেলা ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস উপলক্ষে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।