ইজতেমা ময়দানে ফায়ার সার্ভিসের ড্রোন ইউনিট স্থাপন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ণ
ইজতেমা ময়দানে ফায়ার সার্ভিসের ড্রোন ইউনিট স্থাপন করা হয়েছে।

গাজীপুরের টঙ্গীস্থ তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানের নিরাপত্তা এবং প্রাথমিক চিকিৎসা সেবা দিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তারা ২৪ ঘণ্টা সেবা দেওয়ার জন্য মুঠোফোন নম্বরসহ অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে। পুরো ময়দানে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে ৩৭৪ জনকে প্রস্তুত রাখা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি জন্য ড্রোন ইউনিট মোতায়েন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, প্রতিটি নির্দিষ্ট জায়গায় (খিত্তা) ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার হুক, ফায়ার বিটারসহ দুইজন ফায়ার ফাইটার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া, ময়দান ও অগ্নিনিরাপত্তার পর্যবেক্ষণের জন্য দুটি ফায়ার নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। ফায়ার সার্ভিসের সেবা পেতে ০১৯০১ ০২০৮৬৫ ও ০২২২ ৪৪১০০৮২ নম্বর দুটি ২৪ ঘণ্টা খোলা থাকবে।

অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে ময়দানে ৪টি পানিবাহী গাড়ি, ৩টি অ্যাম্বুলেন্স, ১৪টি পাম্প, ২২০টি এক্সটিংগুইশার, ১৩টি জেনারেটর, ১২৮টি ওয়াকিটকি, ১৫০টি ডেলিভারি হোস এবং ১৪টি ব্রাঞ্চ পাইপ প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া, তুরাগ নদে নৌ দুর্ঘটনা প্রতিরোধে উদ্ধারকারী স্পিডবোট ও চারজনের ডুবুরি দল রাখা হয়েছে। তুরাগ নদের তীরে ছয়টি এবং বিভিন্ন সংরক্ষণাগারে পাঁচটি পাম্প স্থাপন করা হয়েছে দ্রুত অগ্নিনির্বাপণের জন্য। টঙ্গী, উত্তরা ও জয়দেবপুর ফায়ার স্টেশনগুলোও ইজতেমার সময় প্রস্তুত থাকবে।