“গুহামানব” সেজে মুম্বাইয়ের রাস্তায় আমির খান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ণ
“গুহামানব” সেজে  মুম্বাইয়ের রাস্তায় আমির খান

বলিউডের ‘মিঃ পারফেকশনিস্ট’ আমির খান তার পরিপূর্ণ বডি ট্রান্সফর্মেশন এবং ছদ্মবেশের জন্য পরিচিত। সম্প্রতি, তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে ‘গুহামানব’ সেজে মুম্বাইয়ের রাস্তায় পাগলের ভান করতে দেখা যায়। ভিডিওতে আমিরকে দেখা যায় অগোছালো চুল, ঘন কালো চাপদাড়ি, মোটা পেট, এবং চামড়ার পোশাক পরে। কখনও দোকানের ভিতরে ঢুকছেন, কখনও ঠেলা ধরে একটু ঝাঁকাচ্ছেন—এভাবে তিনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। তার এই অবিকল ছদ্মবেশে কেউ তাকে চিনতে পারছে না।