গ্রেপ্তার হলেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৫:০২ অপরাহ্ণ
গ্রেপ্তার হলেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ

রংপুর মহানগর পুলিশ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে। তাকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলি সংলগ্ন ছোট ভাই ওহায়েদুজ্জামান কনকের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহত হওয়ার ঘটনায় সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটি গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে দায়ের করেন মুন্নার বাবা আব্দুল মজিদ।

এছাড়া, গত ২৮ জানুয়ারি রাতে নগরীর স্টেশন বাবুপাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আল-আমিন হোসেনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।