জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু কাল
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ২:৫৬ অপরাহ্ণ

আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। প্রথম দিনই অনুষ্ঠিত হবে ই-ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা, যা সকাল ১০টায় শুরু হবে। এই পরীক্ষায় মোট ১ হাজার ৩৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
এবারের ভর্তি পরীক্ষায় ৪৮ নম্বর বরাদ্দ থাকবে ব্যবহারিক অংশের জন্য এবং ২৪ নম্বর বরাদ্দ থাকবে বহুনির্বাচনী প্রশ্নের জন্য। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন জানান, ই-ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ১ হাজার ৩৭৫ জন।
ভর্তি পরীক্ষার অন্যান্য ইউনিটগুলোর সময়সূচি নিম্নরূপ:
- ১৪ ফেব্রুয়ারি: ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ)
- ১৫ ফেব্রুয়ারি: বি-ইউনিট (কলা ও আইন অনুষদ)
- ২২ ফেব্রুয়ারি: এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ)
- ২৮ ফেব্রুয়ারি: সি-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)
আপনার মতামত লিখুন