তিতুমীর কলেজের সামনে শিক্ষার্থীদের অবস্থানের কারণে সড়কে যান চলাচল বন্ধ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৮:৪০ পূর্বাহ্ণ
তিতুমীর কলেজের সামনে শিক্ষার্থীদের অবস্থানের কারণে সড়কে যান চলাচল বন্ধ।

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সাত দফা দাবিতে আজ সকাল থেকে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন। তাঁদের দাবিগুলোর মধ্যে কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং অন্যান্য বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এর ফলে কলেজের সামনে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শিক্ষার্থীরা একসময় একটি মিছিল বের করে কলেজের প্রধান ফটকে অবস্থান নেন এবং নানা স্লোগান দেন। তাদের মধ্যে পাঁচজন শিক্ষার্থী গতকাল থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছিলেন, এর মধ্যে দুজন আজ সকালে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হয়।

তাদের দাবির মধ্যে রয়েছে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ, নতুন বিভাগ সংযোজন, যোগ্য শিক্ষকদের নিয়োগ এবং শিক্ষার মান উন্নয়ন।