“নাহিদ ইসলাম: পদত্যাগের সিদ্ধান্ত নেইনি”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ২:১৯ অপরাহ্ণ
“নাহিদ ইসলাম: পদত্যাগের সিদ্ধান্ত নেইনি”

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, তিনি এবং আসিফ এখনও পদত্যাগের সিদ্ধান্ত নেননি। বৃহস্পতিবার একটি দৈনিক পত্রিকায় তাদের পদত্যাগের খবর প্রকাশিত হলে, তিনি মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তিনি বলেন, “যদি আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিই, তা আমরা নিজেই জানাবো।” তিনি আরও বলেন, প্রতিবেদনটি কোথা থেকে এসেছে তা পরিষ্কার নয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়েছে। নাহিদ ইসলাম যুক্ত করেন, “এ ধরনের সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি, যদি হয়, তবে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”