পল্টন দেশের ধনী এলাকা, দরিদ্র কামরাঙ্গীরচর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ১:৪৩ অপরাহ্ণ
পল্টন দেশের ধনী এলাকা, দরিদ্র কামরাঙ্গীরচর

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক জরিপে দেশের বিভিন্ন অঞ্চলের দারিদ্র্যের চিত্র উঠে এসেছে। রাজধানীর পল্টনকে সবচেয়ে ‘ধনী’ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে মাত্র ১ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। অন্যদিকে, ঢাকার কামরাঙ্গীরচর দারিদ্র্যের দিক থেকে শীর্ষে রয়েছে, যেখানে এই হার ১৯.১ শতাংশ।

জরিপে দেখা গেছে, ভাষানটেক, মিরপুর, বনানী, দারুস সালাম, যাত্রাবাড়ী ও আদাবরের মতো এলাকায়ও উল্লেখযোগ্যসংখ্যক মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। তবে নিউমার্কেট, রমনা, মতিঝিল, গুলশান ও ধানমন্ডির মতো এলাকাগুলোতে দারিদ্র্যের হার তুলনামূলকভাবে কম।

এছাড়া, দারিদ্র্যের মানচিত্রে দেশের সবচেয়ে দরিদ্র জেলা হিসেবে মাদারীপুরকে চিহ্নিত করা হয়েছে, যেখানে দারিদ্র্যের হার ৫৪.৪ শতাংশ। জেলার ডাসার উপজেলা দেশের সবচেয়ে দরিদ্র এলাকা হিসেবে উঠে এসেছে, যেখানে এই হার ৬৩.২ শতাংশ। সামগ্রিকভাবে, দেশের গড় দারিদ্র্যের হার ১৯.২ শতাংশ বলে জানিয়েছে বিবিএস।