বিশ্ব ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে

বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ১৪টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি (আখেরি মোনাজাতের দিন) পর্যন্ত এই বিশেষ ট্রেন চলাচল করবে।
শিডিউল অনুযায়ী, ৩১ জানুয়ারি শুক্রবার জুমা স্পেশাল নামে একটি একজোড়া ট্রেন চালানো হবে। জুমা স্পেশাল-১ ঢাকা থেকে সকাল সাড়ে ৯টায় ছেড়ে টঙ্গী পৌঁছাবে সকাল ১০টা ১৫ মিনিটে, এবং জুমা স্পেশাল-২ বিকেল ৩টায় টঙ্গী স্টেশন থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ৩টা ৪৫ মিনিটে।
এরপর ১ ফেব্রুয়ারি থেকে জামালপুর ও টাঙ্গাইল থেকে ২টি ট্রেন চালানো হবে। প্রথম ট্রেনটি জামালপুর থেকে সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে টঙ্গী পৌঁছাবে দুপুর ২টা ১৫ মিনিটে। দ্বিতীয় ট্রেনটি টাঙ্গাইল থেকে দুপুর ১২টায় ছেড়ে টঙ্গী পৌঁছাবে দুপুর ১টা ২০ মিনিটে।
২ ফেব্রুয়ারি, আখেরি মোনাজাতের দিন ১০টি ট্রেন চালানো হবে। এর মধ্যে ঢাকা-টঙ্গী স্পেশাল সিরিজের ৪টি ট্রেন ভোর ৪টা ৪৫ মিনিট থেকে ৫টা ৫০ মিনিটের মধ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে, এবং টঙ্গী-ঢাকা স্পেশাল সিরিজের ৪টি ট্রেন সকালে ও দুপুরে টঙ্গী থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে।
এছাড়া, টঙ্গী-ময়মনসিংহ স্পেশাল-১ ও টঙ্গী-টাঙ্গাইল স্পেশাল-২ দুপুরের দিকে টঙ্গী থেকে চলাচল করবে।
আপনার মতামত লিখুন