ভারতে একটি অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে।

ভারতের গুজরাটে এম এস বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোহনা মন্ডলের মৃতদেহ একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে। ২০ বছর বয়সী এই বাংলাদেশি শিক্ষার্থী ভদোদরার রাওপুরা এলাকার নর্মদা অ্যাপার্টমেন্টে একা থাকতেন, এবং সেখানেই তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। পুলিশ জানায়, মোহনা একটি সুইসাইড নোট রেখে গেছেন, যেখানে তিনি নিজের মৃত্যুর জন্য কাউকেই দায়ী করেননি, তবে তার আত্মহত্যার কারণ নিয়ে সুইসাইড নোটে কিছু উল্লেখ করা হয়নি।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পড়াশোনার চাপের কারণে মোহনা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। গত বছরই তিনি গুজরাটের এম এস বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি বিভাগে ভর্তি হন। মঙ্গলবার তার প্রথম বর্ষের প্রথম দিনের পরীক্ষা ছিল, কিন্তু তিনি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। তার সহপাঠীরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং মোহনার মোবাইল ফোনেও কোনো উত্তর পাওয়া যাচ্ছিল না। তার পরিবারের পক্ষ থেকেও মোহনার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু ব্যর্থতা ঘটলে সহপাঠীরা রাতের দিকে তার অ্যাপার্টমেন্টে গিয়ে তার ঘরের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় খুঁজে পান।
পুলিশ কর্মকর্তা কুলদীপ সিং যাদব জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এম এস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিষয়টি জানানো হয়েছে। তার পরিবারকে জানানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে পাঠানো হবে। পোস্টমর্টেম রিপোর্টে জানা গেছে, মোহনা শ্বাসরোধজনিত কারণে মারা গেছেন, সম্ভবত ঝুলে থাকার কারণে এই মৃত্যু ঘটেছে।
মোহনার সহপাঠীরা জানিয়েছেন, তিনি পড়াশোনার চাপ নিয়ে কিছুটা উদ্বিগ্ন ছিলেন এবং পরীক্ষায় ভালো ফল করার ব্যাপারে চিন্তায় ভুগছিলেন।
আপনার মতামত লিখুন