ভোলায় নতুন উদ্যোগে দুর্নীতি ও হয়রানি কমানোর চেষ্টা, ভূমি সেবা দ্রুত পাচ্ছে জনগণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৫:৫০ অপরাহ্ণ
ভোলায় নতুন উদ্যোগে দুর্নীতি ও হয়রানি কমানোর চেষ্টা, ভূমি সেবা দ্রুত পাচ্ছে জনগণ

ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন এবার একটি নতুন উদ্যোগ নিয়েছে, যা জনগণের কাছে এসিল্যান্ডের জবাব হিসেবে পরিচিত। এই উদ্যোগের মাধ্যমে দুর্নীতি, ঘুষ, এবং হয়রানির সমস্যাগুলোর দ্রুত সমাধান করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এবং স্থানীয়দের মধ্যে এটি ব্যাপক প্রশংসা পাচ্ছে।

এ উদ্যোগের আওতায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রায় দেড় শতাধিক শুনানি অনুষ্ঠিত হয়। একদিনেই আবেদনকারীসকলের জমির নামজারি মঞ্জুর করা হয়েছে এবং সেবাগ্রহীতাদের বীজ ও গাছ উপহার দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জানান, “এসিল্যান্ড জবাবদিহিতার ঊর্ধ্বে নয়”—এ ধারণা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শর্ত দেওয়া হয়েছে যে সেবাগ্রহীতারা কোন মধ্যস্থতাকারী বা দালালের কাছে না গিয়ে সরাসরি এসিল্যান্ডের কাছে আসবেন।

ভূমি সেবায় সেবা গ্রহীতাদের জন্য এখন সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ‘জনগণের কাছে এসিল্যান্ডের জবাব’ কার্যক্রমের মাধ্যমে দ্রুত সেবা প্রদান করা হবে। এর ফলে, যারা দীর্ঘদিন সেবা না পেয়ে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, তারা তাৎক্ষণিক সেবা পাচ্ছেন। এ উদ্যোগে কেউ অতিরিক্ত টাকা দিতে হচ্ছে না এবং দালালের খপ্পরে পড়তে হচ্ছে না—এটি ভোলাবাসীর মধ্যে সন্তুষ্টি সৃষ্টি করেছে।