মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ চলছে না’—শামসুজ্জামান দুদু

বাংলাদেশ মানুষের প্রত্যাশা অনুযায়ী চলছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের আয়োজিত এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। কর্মসূচির মূল দাবি ছিল ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা’।
শামসুজ্জামান দুদু বলেন, “বাংলাদেশ হাসিনামুক্ত হওয়ার পর মানুষ আশা করেছিল, তারা নির্বিঘ্নে বসবাস করবে, লুটেরাদের হাত থেকে দেশ রক্ষা পাবে, আইনশৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তা দেবে, প্রশাসন মানুষের পাশে থাকবে। কিন্তু বাস্তবে গত ছয় মাসে দেশের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে।”
তিনি আরও বলেন, বাংলাদেশ ষড়যন্ত্রের জালে আটকে গেছে, যা থেকে বের হতে কঠোর রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে, স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই এখন সবচেয়ে জরুরি কাজ।
দুদু দাবি করেন, সংস্কারের সঙ্গে কোনো রাজনৈতিক দলের বিরোধ নেই, সরকারের সঙ্গেও নেই। তাহলে কেন দেশ সঠিকভাবে চলতে পারছে না? পাশাপাশি, তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন কবির। এতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ প্রমুখ।
আপনার মতামত লিখুন