যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৫:৫২ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি বিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ২৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর নদীতে পড়া দুই আকাশযাত্রী বেঁচে নেই বলে জরুরি কর্মীরা ধারণা করছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাত্রীবাহী বিমানটিতে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য ছিলেন, এবং হেলিকপ্টারে তিনজন মার্কিন সেনা উপস্থিত ছিলেন।

ফায়ার এবং ইএমএস প্রধান জন ডনেলি বলেন, নিহতদের মরদেহ তাদের পরিবারে ফেরত পাঠানোর চেষ্টা চলছে এবং তাদের বিশ্বাস নয় যে দুর্ঘটনার পর কেউ বেঁচে আছে। এখন পর্যন্ত ২৭ জনের মরদেহ বিমান থেকে এবং ১ জনের মরদেহ হেলিকপ্টার থেকে উদ্ধার করা হয়েছে। ডোনেলি জানান, উদ্ধার কাজ শীতল পানিতে, তীব্র বাতাস এবং বরফের মধ্যে চলছে।

ওয়াশিংটন ডিসির জরুরি পরিসেবা বিভাগ জানায়, বিমানটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়, যার পর এটি দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, এবং হেলিকপ্টারটি বিমানটির কাছে পানিতে উল্টে ছিল।