রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রের মৃত্যু: সহকারী প্রক্টরসহ ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৫:০৬ অপরাহ্ণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রের মৃত্যু: সহকারী প্রক্টরসহ ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে রাজশাহী কলেজের শিক্ষার্থী মো. শিমুল ইসলামের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরসহ ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) রাতে নগরীর মতিহার থানায় নিহত শিমুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে জানা যায়, গত ২৩ জানুয়ারি রাত ৯টার দিকে শিমুল মোটরসাইকেল চালিয়ে রাবি ক্যাম্পাসের সেকেন্ড সায়েন্স বিল্ডিংয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন। সেখানে অজ্ঞাত এক সহকারী প্রক্টর তাকে মোটরসাইকেলের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করেন এবং ‘বহিরাগত’ বলে চিৎকার করেন। পরে কিছু অজ্ঞাতনামা ব্যক্তি এবং রাবি শিক্ষার্থীরা শিমুলকে ধাওয়া করে এবং তাকে শারীরিক নির্যাতন করে, যার ফলে তার শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়ে। প্রথমে রাবি হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শিমুলকে মৃত ঘোষণা করা হয়।

আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান নিশ্চিত করেছেন যে, শিমুলের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।