রাত থেকেই বাস ও ট্রাকে করে মুসল্লিরা ইজতেমার মাঠে আসা শুরু করেছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৫:৩৭ পূর্বাহ্ণ
রাত থেকেই বাস ও ট্রাকে করে মুসল্লিরা ইজতেমার মাঠে আসা শুরু করেছেন

শীতের রাতে, প্রায় সাড়ে ১২টার সময় গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমা মাঠে মুসল্লিদের জমায়েত শুরু হয়েছে। বাস, ট্রাক, পিকআপ ভ্যান থেকে নেমে তারা বিভিন্ন ব্যাগ এবং গাঁট্টিবোঁচকা নিয়ে মাঠের দিকে এগিয়ে যাচ্ছেন। বিদ্যুতের বাতির আলোয় দলবদ্ধভাবে তারা নির্ধারিত খিত্তায় (অঞ্চলে) অবস্থান করছেন। গতকাল বুধবার রাত থেকেই মুসল্লিরা ইজতেমায় আসা শুরু করেছেন। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া মাওলানা জোবায়ের অনুসারীদের ইজতেমার প্রস্তুতি হিসেবে মুসল্লিদের সমাগম বাড়ছে।

এবারের ইজতেমা দুটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ৩১ জানুয়ারি (শুক্রবার) থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত, যাতে অংশ নেবেন ৪১ জেলা ও ঢাকার একটি অংশের মুসল্লিরা। দ্বিতীয় ধাপ হবে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি, যেখানে ২২ জেলা ও ঢাকার অন্য অংশের মুসল্লিরা অংশ নেবেন। দুটি ধাপের আখেরি মোনাজাত যথাক্রমে ২ ও ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

ইজতেমা আয়োজকদের একজন, হাবিবুল্লাহ রায়হান জানান, মুসল্লিরা সকাল থেকেই আসতে শুরু করেছেন এবং রাতে তাদের আগমন সর্বাধিক ছিল। বৃহস্পতিবারও দেশের নানা প্রান্ত থেকে মুসল্লিরা আসছেন, ফলে মাঠের বেশিরভাগ অংশ ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে।

এদিকে, রাত ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, মাঠে এখনও কিছু প্রস্তুতি চলছে, তবে মুসল্লিদের ভিড় বাড়ছে, বিশেষ করে প্রবেশপথগুলোতে। সিলেটের মৌলভীবাজার থেকে আগত মোজাম্মেল হোসেন জানান, তারা ৪২ জনের একটি দল নিয়ে গতকাল দুপুরে রওনা দিয়ে রাত ১২টায় টঙ্গীতে পৌঁছেছেন। তিনি বলেন, ‘প্রতিবছর আমরা ইজতেমার শুরু আগে মাঠে এসে পৌঁছাতে পারি না, কারণ পরে জায়গা পাওয়া কঠিন হয়।’

তাবলিগ জামাত সূত্রে জানা গেছে, তাবলিগ জামাত এখন দুই ভাগে বিভক্ত। এক পক্ষ মাওলানা জোবায়েরের অনুসারীরা এবং অন্যদিকে ভারতের মাওলানা সাদ কান্ধলভী অনুসারীরা। মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।