রাশিয়া সিরিয়াকে জানিয়েছে, নতুন সামরিক ঘাঁটি স্থাপন করতে হলে আসাদকে ফেরত দিতে হবে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৮:৩৩ পূর্বাহ্ণ
রাশিয়া সিরিয়াকে জানিয়েছে, নতুন সামরিক ঘাঁটি স্থাপন করতে হলে আসাদকে ফেরত দিতে হবে।

সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা রাশিয়াকে আহ্বান জানিয়েছেন, বাশার আল-আসাদকে ফেরত দিলে সিরিয়ার সামরিক ঘাঁটি পুতিন বাহিনী ব্যবহার করতে পারবে। এই আহ্বান তিনি রাশিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় জানান। গত বছর সিরিয়ায় হামলা চালানো তাহরির আল-শাম (এইচ.টি.এস) বাহিনীর চাপের মুখে আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় চলে যান। দীর্ঘদিনের মিত্র আসাদের পতনের পর রাশিয়ার প্রতিনিধি দল সিরিয়া সফরে গিয়ে শারা’র সঙ্গে বৈঠক করেন। শারা রাশিয়াকে বলেছে, সিরিয়ার সম্পর্ক স্বাভাবিক করতে হলে অতীতের ভুলগুলো স্বীকার করে, জনগণের ইচ্ছা এবং স্বার্থ সম্মান করতে হবে। তবে রাশিয়া এ বিষয়ে সরাসরি মন্তব্য না করে জানিয়েছে, তারা সিরিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাবে।