শিক্ষার্থীদের অনশন শেষ, তিন দিনের সময় বেঁধে দিলেন রাসেল আহমেদ

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১২ টায় শুরু হওয়া শিক্ষার্থীদের অনশন শেষ হয়েছে রাত ৯টায়। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিচারের দাবিতে এ অনশনে বসেন শিক্ষার্থীরা। তাদের দাবি ছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিচারের জন্য অন্তর্বর্তী সরকারের কোনো দৃশ্যমান পদক্ষেপ তারা দেখতে পাচ্ছেন না।
অন্তত ২০ শিক্ষার্থী মিলে অনশন শুরু করে এবং তাদের সঙ্গে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রাসেল আহমেদ। তারা স্লোগান দিয়ে বিচার দাবিতে আমরণ অনশনে বসেন।
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, ‘ইউনূস সরকারকে বিচার ও সংস্কারের জন্য বসানো হয়েছিল, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ তারা দেখছেন না।’ এর পাশাপাশি তারা শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিচারের দাবি তোলেন এবং ৬২৬ জন সেনা সদস্যের পালানোর ঘটনা পরিষ্কার করার দাবি করেন।
অনশনের এক পর্যায়ে জেলা প্রশাসক ফরিদা খানম শিক্ষার্থীদের আশ্বস্ত করতে এসে তাদের সঙ্গে কথা বলেন, তবে শিক্ষার্থীরা তাদের অবস্থানে অটল থাকেন। পরে, মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
শেষ পর্যন্ত জেলা প্রশাসক তাদের তিন দিনের সময় দিতে রাজি হন, এবং অনশনকারীরা তাদের দাবির বিষয়ে সময়সীমা বেঁধে অনশন ভাঙেন।
আপনার মতামত লিখুন