শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ২:৩২ অপরাহ্ণ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
এটি একটি গুরুতর দুর্নীতি মামলা, যেখানে বলা হয়েছে যে জাহাঙ্গীর আলম তার নামে ১৮ কোটি টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। আরও বলা হয়েছে, তিনি তার মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে অবৈধভাবে অর্জিত অর্থ ব্যাংক একাউন্টে স্থানান্তর ও উত্তোলন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। দুদকের আইনে মামলা হওয়ার পর, ১৭ ডিসেম্বর এই বিষয়ে মামলা করা হয়।
আপনার মতামত লিখুন