সাত কলেজের পৃথক বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব নাম ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ১:৫৩ অপরাহ্ণ
সাত কলেজের পৃথক বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব নাম ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’

 

রাজধানীর সরকারি সাত কলেজের জন্য যে পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা করছে সরকার, তার সম্ভাব্য নাম হতে পারে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের নেতৃত্বাধীন কমিটি এই নাম প্রস্তাব করেছে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নামটি চূড়ান্ত করা হবে।

বৃহস্পতিবার ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা বৈঠক করেন। সেখানে কয়েকটি নাম নিয়ে আলোচনা হলেও ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ নামটিই বেশি গুরুত্ব পায়।

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ নিয়ে গঠিত এই সাত কলেজে প্রায় দুই লাখ শিক্ষার্থী ও এক হাজারের বেশি শিক্ষক রয়েছেন।

সাত কলেজের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে তাদের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়। ফলে পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ইউজিসির অধীনে একটি কমিটি কাজ করছে। পাশাপাশি, সাত কলেজের জন্য অন্তর্র্বতী প্রশাসন গঠন নিয়েও আলোচনা চলছে।