সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ণ
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিস সংলগ্ন একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় মেট্রোপলিটন পুলিশ কর্তৃক।

এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী নিশ্চিত করেছেন। তিনি জানান, নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে লালমনিরহাট, রংপুর এবং ফাকায় একাধিক মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যাসহ বিভিন্ন মামলায় তিনি আসামি। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। তাকে বর্তমানে মেট্রোপলিটন কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে, আদালত নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী হোসনে আরা বেগমকে বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।