ইলন মাস্ক নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৩:৩৭ অপরাহ্ণ
ইলন মাস্ক নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত

বিলিয়নেয়ার ইলন মাস্ককে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইউ) পার্লামেন্টের সদস্য ব্রাঙ্কো গ্রিমস জানিয়েছেন যে, টেসলা এবং স্পেসএক্সের মালিক ইলন মাস্ককে নোবেল শান্তি পুরস্কারের জন্য নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে মনোনয়ন করতে আবেদন করা হয়েছে। মাস্কের বাকস্বাধীনতা এবং শান্তির মৌলিক মানবাধিকারে অবদানের স্বীকৃতিস্বরূপ এই মনোনয়ন দেওয়া হয়েছে।

গ্রিমস জানিয়েছেন, মাস্কের বাক স্বাধীনতার বিস্তার এবং সুরক্ষায় অবদান রাখার জন্য তিনি এই পুরস্কারের প্রাপ্য। তিনি বলেন, মাস্ক যেন আগামী বছরের নোবেল শান্তি পুরস্কার জয় করতে পারেন, সেজন্য নোবেল কমিটির কাছে তিনি প্রস্তাব পাঠিয়েছেন।

ইলন মাস্ক, যিনি টেসলা (বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী কোম্পানি), স্পেসএক্স (নভোযান এবং মহাকাশ অভিযানের সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি) এবং এক্স (একসময় টুইটার নামে পরিচিত সামাজিক যোগাযোগমাধ্যমের মালিক), ২০২৩ সালে টুইটারের মালিকানা কিনে নেন।

প্রসঙ্গত, নোবেল শান্তি পুরস্কার প্রতি বছর নরওয়ের নোবেল কমিটি দ্বারা প্রদান করা হয়, অন্য চারটি বিভাগ—পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য—পুরস্কৃত হয় সুইডেনের সুইডিশ রয়েল অ্যাকাডেমি দ্বারা।