ওয়াশিংটনে যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষ, এই পর্যন্ত নিহত ৪০
ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে যাত্রীবাহী বিমান ও সেনাবাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষে এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মার্কিন জরুরি বিভাগের মতে, নদীতে পড়ে যাওয়া দুই আকাশযানের কেউই বেঁচে নেই।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিমানটিতে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন, আর হেলিকপ্টারে ছিলেন ৩ জন মার্কিন সেনা। স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে রানওয়ে ৩৩-এর কাছাকাছি সংঘর্ষের পর বিমানটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি দাবি করেছেন, পূর্ববর্তী প্রশাসনের বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির (ডিইআই) নীতির ফলে যোগ্যতার ঘাটতি তৈরি হয়েছে, যা উড়োজাহাজ চলাচলের নিরাপত্তার মান কমিয়ে দিয়েছে।
আপনার মতামত লিখুন