গাজীপুরে বিশ্ব ইজতেমায় মুসল্লির মৃত্যু

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে চলমান বিশ্ব ইজতেমা’র প্রথম পর্বে এক মুসল্লির মৃত্যু হয়েছে। মৃত মুসল্লির নাম আব্দুল কুদ্দুস গাজী (৬০), তিনি খুলনার ডুমুরিয়া সদরের বাসিন্দা। শুক্রবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়, যা নিশ্চিত করেছেন ইজতেমা মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
জুমার নামাজ শুরু হয় ১টা ৫০ মিনিটে, এবং কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের হোসেন তার ইমামতিতে নামাজ পড়ান। নামাজ শেষে ইজতেমা ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়।
এদিন তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বিদের আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শুরু হয়। বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, বাংলায় তার তরজমা করেন মাওলানা নুরুর রহমান। সকাল ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল হয়।
এর আগে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা’র আম বয়ানের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব বিশ্ব ইজতেমা শুরু হয়। আগামী রোববার সকাল সাড়ে ১০টার দিকে প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তাবলীগ অনুসারীদের দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্বে অংশগ্রহণ করছেন দেশের ৪১টি জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা, এবং দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবেন ২২টি জেলা ও ঢাকার আরেক অংশের মুসল্লিরা।
আপনার মতামত লিখুন