জুলাই গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের গণমিছিল
ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৩:০০ অপরাহ্ণ

বাংলাদেশ ছাত্রশিবিরের ঢাকা মহানগর শাখা শুক্রবার (৩১ জানুয়ারি) জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল আয়োজন করেছে। বায়তুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজের পর শুরু হওয়া এ মিছিল পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
গণমিছিলে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে শেখ হাসিনার বিচারের দাবি জানান। মিছিলে অংশগ্রহণকারীদের ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।
গণমিছিলের সময় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করা গেছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে।
আপনার মতামত লিখুন