তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের গুলশান-১ অবরোধ

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ গত ২৯ জানুয়ারি থেকে শিক্ষার্থীরা এই দাবিতে আমরণ অনশন শুরু করেন। তাদের দাবির প্রতি কর্তৃপক্ষের অনাগ্রহ দেখে এবার রাজধানীর গুলশান-১ নম্বর সড়কের মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন তারা।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার পর থেকে শিক্ষার্থীরা এ অবরোধ শুরু করেন, যার ফলে গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ হয়ে যায়। গন্তব্যের উদ্দেশ্যে বের হওয়া গাড়িগুলো আটকে পড়ে, আর শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি জানাতে থাকেন।
আন্দোলনকারীদের অভিযোগ, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়টি দীর্ঘদিনের দাবি হলেও এখনো তা বাস্তবায়ন করা হয়নি। তারা জানান, বেশ কয়েকজন শিক্ষার্থী টানা দুই দিন অনশনে থাকায় অসুস্থ হয়ে পড়লেও কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এই পরিস্থিতিতে তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
শিক্ষার্থীদের ৭ দফা দাবি:
১. তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।
2. বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে।
3. শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে, অন্যথায় তাদের আবাসিক ব্যয় সরকারকে বহন করতে হবে।
4. ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আইন ও সাংবাদিকতা বিষয় অন্তর্ভুক্ত করতে হবে।
5. একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য পিএইচডি ডিগ্রিধারী যোগ্য শিক্ষক নিয়োগ দিতে হবে।
6. শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ভর্তি আসন সংখ্যা সীমিত করতে হবে।
7. আন্তর্জাতিক মানের গবেষণাগার নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ও অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে।
এর আগে, ৩০ জানুয়ারি রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে তাদের কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। তবে শিক্ষার্থীরা জানিয়ে দেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
আপনার মতামত লিখুন