বাগ্‌দত্তাকে নিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ইন্টার্ন চিকিৎসক নিহত, পরিবারে শোক।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৬:১১ অপরাহ্ণ
বাগ্‌দত্তাকে নিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ইন্টার্ন চিকিৎসক নিহত, পরিবারে শোক।

ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক অর্ঘ্য অমৃত মণ্ডল (২৬) ও তাঁর বাগ্‌দত্তা প্রতিভা সরকার বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। ২৫ জানুয়ারি তাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ১৭ জানুয়ারি অর্ঘ্যের এক জেঠার মৃত্যুর কারণে বিয়ের তারিখ পেছানো হয়। গত বৃহস্পতিবার অর্ঘ্য ও প্রতিভা ঢাকা থেকে সাতক্ষীরার শ্যামনগর যাচ্ছিলেন, যেখানে অর্ঘ্যের জেঠার শ্রাদ্ধানুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে তাদের বিয়ের তারিখ ঠিক করার পরিকল্পনা ছিল, কিন্তু পথে দুর্ঘটনায় অর্ঘ্য নিহত হন এবং প্রতিভা গুরুতর আহত হন।

দুর্ঘটনাটি ঘটেছিল গোপালগঞ্জ সদর উপজেলার সোনামুর মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে, যেখানে অর্ঘ্য মোটরসাইকেল নিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেন। ঘটনাস্থলেই অর্ঘ্য মারা যান, এবং প্রতিভাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। অর্ঘ্য সাতক্ষীরার শ্যামনগরের চণ্ডীপুর গ্রামের অচিন্ত্য কুমার মণ্ডল ও মিনতী রানী মণ্ডলের একমাত্র ছেলে ছিলেন। তিনি এক মেধাবী ছাত্র ছিলেন এবং মেডিকেল কলেজে ভর্তি হওয়ার আগে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে সাফল্য অর্জন করেছিলেন।

অর্ঘ্যের পরিবার এবং বাগ্‌দত্তা প্রতিভার পরিবার তাঁর মৃত্যুতে শোকাহত। অর্ঘ্যের মা মিনতী রানী মণ্ডল কান্নায় ভেঙে পড়েছেন, তাঁর ছেলে যে এত অল্প বয়সে চলে যাবে, তা মেনে নিতে পারছেন না। দুর্ঘটনাটি গোপালগঞ্জের কাশিয়ানী থানার পুলিশ কর্তৃক নিশ্চিত করা হয়, এবং অর্ঘ্যের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাহ করা হয়।