বাবার কুলখানির আগের রাতে আটক যুবদল নেতার সকালে মৃত্যু, শরীরে নির্যাতনের চিহ্ন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৬:২০ অপরাহ্ণ
বাবার কুলখানির আগের রাতে আটক যুবদল নেতার সকালে মৃত্যু, শরীরে নির্যাতনের চিহ্ন।

কুমিল্লায় গভীর রাতে যৌথ বাহিনী কর্তৃক আটক হওয়া যুবদল নেতা মো. তৌহিদুল ইসলাম (৪০) মৃত্যুবরণ করেছেন। পরিবারের দাবি, তৌহিদুলকে অমানবিক নির্যাতন করা হয়েছে, যার ফলে তার মৃত্যু ঘটে। চিকিৎসক ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে।

তৌহিদুল ইসলাম কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। তার বাবার মৃত্যুর খবরে তিনি বাড়ি ফিরেছিলেন এবং শুক্রবার তার বাবার কুলখানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর সদস্যরা তাকে বাড়ি থেকে আটক করে, তবে আটকের কারণ জানানো হয়নি। পরদিন সকালে তৌহিদুলকে অচেতন অবস্থায় পুলিশকে হস্তান্তর করা হয় এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তৌহিদুলের ভাই সাদেকুর রহমান জানান, আটকের পর তৌহিদুলকে মারধর করা হয় এবং তার শরীরের বিভিন্ন অংশে নির্যাতনের চিহ্ন পাওয়া যায়। তৌহিদুলের বিরুদ্ধে কোনো মামলা ছিল না এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার সম্ভাবনা রয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন জানিয়েছেন, তৌহিদুলের বিরুদ্ধে কখনো অভিযোগ পাওয়া যায়নি।

তৌহিদুলের স্ত্রী ইয়াসমিন নাহার তার স্বামীর মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ হয়ে বলেছেন, তিনি ও তার চার সন্তান এখন কীভাবে বাঁচবে তা জানেন না। যুবদল নেতারা পুরো ঘটনার তদন্ত দাবি করেছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, তৌহিদুলের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।