রাত পোহালেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

রাত পোহালেই শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা, যেখানে মাসব্যাপী বইপ্রেমীরা নানা আয়োজন উপভোগ করতে পারবেন। শনিবার (১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বইমেলার উদ্বোধন করবেন। এবারের মেলায় থাকছে নতুন কিছু আয়োজন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো জুলাই চত্বর, যেখানে গণ-অভ্যুত্থানের চিত্র ফুটিয়ে তোলা হবে। এছাড়া, এবারের বইমেলা হবে পলিথিনমুক্ত, যা পরিবেশের প্রতি আরও একটি দৃষ্টি আকর্ষণ করবে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা গেছে, মেলা সাজানোর কাজ চলছে। শ্রমিকরা হাতুড়ি-পেরেক, রং-তুলি নিয়ে স্টল সাজানোর কাজে ব্যস্ত। স্টল সংখ্যা বাড়ানো হয়েছে, এবং এবার মানসম্পন্ন বইয়ের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। প্রকাশকদের আশা, এবারের মেলা পূর্ববর্তী বছরের তুলনায় বেশি বাণিজ্যিকভাবে সফল হবে।
মেলার নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও পুলিশের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করা হয়েছে। শুক্রবার সকালে মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি জানান, পুরো এলাকা চব্বিশ ঘণ্টা বিশেষ নজরদারির আওতায় থাকবে।
আপনার মতামত লিখুন