লেবাননের বেকা ভ্যালিতে ইসরায়েলের রাতভর হামলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ণ
লেবাননের বেকা ভ্যালিতে ইসরায়েলের রাতভর হামলা

লেবাননের পূর্বাঞ্চলে বেকা ভ্যালিতে হামাসের বিভিন্ন স্থাপনায় রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, হামাসের ভূগর্ভস্থ স্থাপনা, অস্ত্র উৎপাদন ও সরবরাহকেন্দ্রে তারা হামলা চালিয়েছে। যদিও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সে সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে, গত নভেম্বর থেকে লেবানন-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি চললেও ইসরায়েল অভিযোগ করেছে, হিজবুল্লাহ তাদের ভূখণ্ডে ড্রোন চালিয়ে চুক্তি লঙ্ঘন করেছে। আল জাজিরা জানায়, বৃহস্পতিবার একদিনেই ইসরায়েল ১৫ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।