সবজির দাম কমলেও চাল ও তেলের বাজার অস্থির

সরবরাহ বাড়ায় শাক-সবজি, আলু ও পেঁয়াজের দাম ক্রমশ কমছে, যা সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তির খবর। রাজধানীর বিভিন্ন বাজারে এখন আগের তুলনায় কম দামে বেশিরভাগ শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে। বেগুন, করলা, বরবটি, মুলা, গাজর ও টমেটোর মতো সবজির দাম কমেছে উল্লেখযোগ্য পরিমাণে। এছাড়া পেঁয়াজ ও আলুর দামও হ্রাস পেয়েছে, যার ফলে বাজার কিছুটা স্বাভাবিক হয়েছে।
তবে এর বিপরীতে চাল ও তেলের বাজারে অস্থিরতা বজায় রয়েছে। মিনিকেট, নাজিরশাইল ও মোটা চালের দাম ক্রমাগত বাড়ছে, যা নিয়ে ক্রেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। ব্যবসায়ীদের দাবি, মিল পর্যায়ে তদারকি না থাকায় চালের দাম কমছে না বরং আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
একই সমস্যা দেখা যাচ্ছে তেলের বাজারেও। বোতলজাত সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি, বিশেষ করে এক ও দুই লিটারের বোতল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না। বাজারে খোলা সয়াবিন তেলও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, তেল কোম্পানিগুলো পর্যাপ্ত সরবরাহ করছে না, যার ফলে সংকট তৈরি হয়েছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতা ও বিক্রেতা উভয়েরই। ক্রেতাদের অভিযোগ, বাজারে তদারকি না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। অন্যদিকে বিক্রেতারা বলছেন, সরবরাহ ঠিক থাকলে বাজারে স্থিতিশীলতা ফিরবে।
আপনার মতামত লিখুন