সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আহ্বান কাতারের আমিরের

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ণ
সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আহ্বান কাতারের আমিরের

 

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ওপর জরুরি ভিত্তিতে গুরুত্বারোপ করেছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারারের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। খবর এএফপির।

কাতারের আদালতের বিবৃতিতে জানানো হয়েছে, সিরিয়ার স্থিতিশীলতা, পুনর্গঠন ও উন্নয়নের স্বার্থে সব রাজনৈতিক পক্ষের অংশগ্রহণে একটি বিস্তৃত সরকার গঠন করা জরুরি।

সিরিয়ার নতুন ডি ফ্যাক্টো সরকারের সামরিক অপারেশন বিভাগের মুখপাত্র হাসান আবদেল ঘানি জানিয়েছেন, শারারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে তার মেয়াদ সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

এছাড়া, দেশটির সব সশস্ত্র গোষ্ঠী ও সাবেক শাসনামলের সেনাবাহিনী, নিরাপত্তা সংস্থা ও বাথ পার্টি বিলুপ্ত করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে একীভূত করার ঘোষণা দেওয়া হয়েছে।