স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। আগামী ১০ দিনের মধ্যে দাবি আদায় না হলে সচিবালয় ঘেরাওসহ আন্দোলনের ঘোষণা দেন তারা। বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে এই ঘোষণা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মেরাজ মুন্তাসির জানান, স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত পাস করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ১০ দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ না নিলে শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মঙ্গলবার (২৮ জানুয়ারি) অষ্টমবারের মতো সংশোধিত প্রকল্পের ৫৯৯ কোটি ৫০ লাখ টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাবনার (ডিপিপি) বাজেট প্রাথমিক অনুমোদন দিয়েছে পরিকল্পনা কমিশন। এটি আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে। ইউজিসির অনুমোদনের পর জাতীয় অর্থনৈতিক উন্নয়ন পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) চূড়ান্ত অনুমোদন নিতে হবে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, শিক্ষার্থীরা কয়েকদিন ধরেই বিভিন্ন কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার তারা সড়ক অবরোধ করলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এখন দেখার বিষয়, শিক্ষার্থীদের দাবির বিষয়ে কত দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়।
আপনার মতামত লিখুন