৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন ভ্রমণ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ মাস পর্যটকদের জন্য সেন্টমার্টিন ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা বহাল থাকবে ৩০ অক্টোবর পর্যন্ত।
সাধারণত প্রতি বছর ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৬ মাস সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণে সরকারি নিষেধাজ্ঞা থাকে। তবে এ বছর এই নিষেধাজ্ঞা তিন মাস বাড়িয়ে ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হয়েছে।
পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন। হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ আবদুর রহিম জিহাদী বলেন, পর্যটন মৌসুম সংক্ষিপ্ত হলে স্থানীয় বাসিন্দারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানও বলেছেন, দ্বীপের সাড়ে ১০ হাজার মানুষের জীবিকা পর্যটনের ওপর নির্ভরশীল।
এদিকে, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন জানিয়েছেন, ৩১ জানুয়ারির পর পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে সরকার যদি ভ্রমণের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে সরকার পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণে সেন্টমার্টিনে রাত্রিযাপন নিষিদ্ধসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিল। নতুন নিষেধাজ্ঞার ফলে দ্বীপের পর্যটন ব্যবসা ও স্থানীয় বাসিন্দাদের জীবিকার ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন