অভিবাসন নীতি নিয়ে ট্রাম্প ও সেলেনা গোমেজের বিতর্ক, আবেগঘন ভিডিও নিয়ে উত্তপ্ত পরিস্থিতি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২৫ অপরাহ্ণ
অভিবাসন নীতি নিয়ে ট্রাম্প ও সেলেনা গোমেজের বিতর্ক, আবেগঘন ভিডিও নিয়ে উত্তপ্ত পরিস্থিতি

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের নির্দেশে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এরই মধ্যে গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে আবেগপ্রবণ হয়ে কাঁদতে কাঁদতে বলেন, “অনেকে হামলার শিকার হচ্ছেন, শিশুরা বাদ যাচ্ছে না। আমি বুঝতে পারছি না, কী হচ্ছে।” এই ভিডিওটি প্রকাশ হওয়ার পর ট্রাম্প-সমর্থকরা তাকে তীব্র সমালোচনায় ফেলেন এবং পরবর্তীতে সেলেনা ভিডিওটি মুছে দেন।

এদিকে, ট্রাম্পের প্রশাসন তার সমালোচনায় সোশ্যাল মিডিয়া ভিডিওটি শেয়ার করে তিন নারীর সাক্ষাৎকারের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে বলা হয় তাদের সন্তানরা অবৈধ অভিবাসীদের হাতে নিহত হয়েছেন। যদিও ভিডিওতে সেলেনার নাম উল্লেখ করা হয়নি, তবে এটি স্পষ্ট যে তা তার উদ্দেশে।

এর আগে, সেলেনা তার পরিবারকে নিয়ে যুক্তরাষ্ট্রে আসার বিষয়ে মন্তব্য করেছিলেন, জানিয়ে ছিলেন যে তার দাদা, দাদি এবং ফুফু ১৯৭০ সালে মেক্সিকো থেকে সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে চলে এসেছিলেন এবং টেক্সাসে বসবাস শুরু করেছিলেন।