আবার কি আরাকান বাংলাদেশের অংশ হবে?

মিয়ানমারের আরাকান রাজ্য এক সময় বাংলাদেশের অংশ ছিল। চট্টগ্রাম ও রাঙামাটি অঞ্চলের পার্বত্য এলাকার বেশিরভাগ অংশই আরাকান ছিল। তবে সময়ের পরিবর্তনে একটি ভুল সিদ্ধান্তের কারণে এই ভূখণ্ডটি হারিয়ে যায়, যেখানে প্রাকৃতিক সম্পদের বিশাল ভান্ডার রয়েছে। বর্তমানে আরাকান সংক্রান্ত নানা প্রশ্ন ঘিরে মানুষের মধ্যে কৌতূহল রয়েছে—কী কারণে এই ভূখণ্ডটি বাংলাদেশের মানচিত্রে ফের অন্তর্ভুক্ত হচ্ছে না এবং বাংলাদেশ কি একদিন আরাকান দখল করবে?
২২,০০০ বর্গমাইল আয়তনের আরাকান রাজ্যের বাংলার সঙ্গে ছিল গভীর রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক। তবে রোহিঙ্গা জনগণের বর্তমান দুর্দশার সঙ্গে এর সম্পর্ক রয়েছে, যারা বর্তমানে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ইতিহাসে আরাকান এক সময় ছিল একটি স্বাধীন রাষ্ট্র, যার পুরানো নাম ছিল ‘আরাকান’।
ইতিহাসের এক সময়, ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগের সময়ে রাখাইন নেতারা আরাকানকে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেসময়ের পাকিস্তান নেতা মুহাম্মদ আলী জিন্নার উদাসীনতার কারণে তা সম্ভব হয়নি। এর ফলস্বরূপ, আরাকান মিয়ানমারের অংশ হয়ে যায় এবং আজকের রোহিঙ্গাদের দুর্দশার সৃষ্টি হয়।
ব্রিটিশ ঔপনিবেশিক আমলে আরাকান মিয়ানমার থেকে আলাদা হয়ে বাংলার অংশ হতে চেয়েছিল, কিন্তু উপনিবেশিক শাসন এবং রাজনৈতিক ভুলের কারণে তা ঘটেনি। এমনকি ২০০০ সালে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ব্যর্থ হলে, মার্কিন কংগ্রেসের একজন প্রতিনিধি আরাকানকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেন, তবে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এর কোনো সাড়া মেলেনি।
আপনার মতামত লিখুন