ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যা ইউরোপে আঘাত হানতে পারে।

ইরান গোপনে পরমাণু অস্ত্র বহনক্ষম ওয়ারহেড তৈরি করছে এবং এর জন্য তিন হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইউরোপে পৌঁছাতে সক্ষম। নির্বাসিত একটি বিরোধী দল, ইরানের জাতীয় প্রতিরোধ পরিষদ (এনসিআরআই) এ তথ্য জানিয়েছে, তাদের দাবি অনুযায়ী, শাহরুদ অঞ্চলে পরমাণু ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে। দলটির মতে, ইরান এই প্রকল্প পরিচালনার জন্য ‘অর্গানাইজেশন ফর অ্যাডভান্সড ডিফেন্স রিসার্চ’ (এসপিএনডি) নামক প্রতিষ্ঠান ব্যবহার করছে। যদিও তেহরান পরমাণু অস্ত্র তৈরি করার কথা অস্বীকার করেছে এবং তারা শুধুমাত্র শান্তিপূর্ণ গবেষণা চালানোর দাবি করেছে।
মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) গত বছর জানিয়েছিল যে, ইরান এখনও বোমা তৈরির সিদ্ধান্ত নেয়নি, তবে ইসরায়েল বিশ্বাস করে যে, তেহরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায়। এর আগেও, ইসরায়েল শাহরুদ মহাকাশ কেন্দ্রসহ ইরানের কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছিল।
এছাড়া, ইরান সাম্প্রতিক মাসগুলোতে তার পরমাণু স্থাপনা রক্ষায় বিভিন্ন সামরিক মহড়া শুরু করেছে।
আপনার মতামত লিখুন