গণহত্যার বিচার দাবি, প্রয়োজনে নির্বাচন বিলম্বিত হোক: জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচন হওয়ার আগে জুলাই-আগস্টের গণ-হত্যার বিচার করা উচিত। তিনি দাবি করেছেন, “বিগত সময়ে যারা মানুষ হত্যা করেছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। প্রয়োজনে নির্বাচন আরও বিলম্বিত করা হোক।”
শনিবার (১ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে দলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা অতীত নিয়ে বিতর্ক চাই না, তবে যারা গণহত্যা, ছাত্র হত্যা ও গুমের সঙ্গে জড়িত, তাদের বিচার অবশ্যই অগ্রাধিকার পাবে।”
এছাড়া, জামায়াতের নেতাকর্মীদের সৎ ও আদর্শিক দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের নেতাকর্মীরা কখনোই কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা মন্দির, গির্জা, প্যাগোডায় আঘাত করেনি। বরং ৫ আগস্টের পর তারা স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছেন।”
এদিকে, তিনি আওয়ামী লীগে রাজাকারদের উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, “গত সরকার ১০ হাজার রাজাকারের তালিকা তৈরি করেছিল, যার ৮০ শতাংশ ছিল আওয়ামী লীগের সদস্য।” তিনি আরও বলেন, “এরা আমাদের কথায় কথায় অন্য দেশে চলে গেছে।”
ডা. শফিকুর রহমান দেশবাসীর সমর্থন কামনা করে বলেন, “যদি আমরা জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসি, সুনামগঞ্জকে উন্নয়নের শীর্ষে পৌঁছাব।” এছাড়া, তিনি শিক্ষার উন্নয়ন ও কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দেন।
সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ।
আপনার মতামত লিখুন