গয়েশ্বর চন্দ্র রায়: “রাষ্ট্র চলছে না, সরকার দিশেহারা”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকার দিশেহারা অবস্থায় রয়েছে, ফলে রাষ্ট্র কার্যত চলছে না। শনিবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “এই সরকার আসলে কী করতে চায়, তা তারাও জানে না। সংস্কার করতে গিয়ে তারা নিজেরাই এক গোলকধাঁধায় পড়ে গেছে। প্রশাসনের সহযোগিতা নিয়েই লুটপাট ও দুর্নীতি চালিয়ে গেছে সরকারের লোকজন। এখনো সেই একই প্রশাসন বিদ্যমান, ফলে দুর্নীতিও থামছে না।”
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, “১৭ বছর ধরে মানুষ নিপীড়ন, গুম, খুন, মিথ্যা মামলার শিকার হচ্ছে। তারা রক্ত দিচ্ছে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। কিন্তু সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আন্তরিক নয়, বরং জনগণের মধ্যে বিভ্রান্তি ও অনাস্থা সৃষ্টি করছে।”
তিনি বলেন, নির্বাচন ছাড়া এই সংকটের সমাধান সম্ভব নয়, এবং রাজনৈতিক বিষয়গুলো রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দেওয়া উচিত।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি খন্দকার রুহুল আমিন। এছাড়া মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির সভাপতি সেলিম নিজামীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন