গুরুতর অসুস্থ অবস্থায় ফরিদা পারভীনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লালনসংগীতের খ্যাতনামা শিল্পী ফরিদা পারভীন। শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে তাকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, জানান তার স্বামী, যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম।
গাজী জানান, ফরিদা পারভীনকে বর্তমানে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে, তার ফুসফুসে পানি জমেছে এবং বেশ কিছু জটিলতা রয়েছে। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী জানান, শিল্পী ফুসফুসের সমস্যা ছাড়াও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড এবং বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। তার অবস্থা জটিল হওয়ায় ডায়ালাইসিসের পরামর্শ দেওয়া হয়েছে।
১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত দিয়ে সংগীত জীবনের শুরু করেন ফরিদা। ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন এবং সাধক মোকসেদ আলী শাহর কাছে লালনসংগীত শিখেছিলেন। তিনি ১৯৮৭ সালে একুশে পদক ও ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার পেয়েছেন।
আপনার মতামত লিখুন