চীনা এআই স্টার্টআপ ডিপসিক ইউরোপে কঠোর নজরদারির মুখে

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২৯ অপরাহ্ণ
চীনা এআই স্টার্টআপ ডিপসিক ইউরোপে কঠোর নজরদারির মুখে

চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ ডিপসিক ইউরোপের কঠোর নজরদারির মুখে পড়েছে। ইতালির অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর থেকে প্রতিষ্ঠানটির চ্যাটবট অ্যাপ সরিয়ে নেওয়া হয়েছে, যা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ সংক্রান্ত উদ্বেগের কারণে করা হয়েছে।

ডিপসিকের বিরুদ্ধে প্রথম অভিযোগ আনে ইউরোপের ভোক্তা অধিকার সংগঠন ইউরোকনজিউমার্স। তারা প্রতিষ্ঠানটির তথ্য ব্যবস্থাপনা ও গোপনীয়তা নীতির বিষয়ে প্রশ্ন তোলে। এরপর, ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ ডিপসিককে তাদের ডেটা সংরক্ষণের পদ্ধতি ব্যাখ্যা করতে বলে এবং ২০ দিনের সময়সীমা নির্ধারণ করে। কিন্তু কর্তৃপক্ষের দাবি, ডিপসিকের প্রাথমিক ব্যাখ্যা যথেষ্ট ছিল না। ফলস্বরূপ, ডিপসিকের তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ডিপসিকের গোপনীয়তা নীতিতে বলা হয়েছে, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চীনের সার্ভারে সংরক্ষণ করা হতে পারে। যদিও প্রতিষ্ঠানটি দাবি করছে তারা সব প্রযোজ্য ডেটা সুরক্ষা আইন মেনে চলে, তবুও ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ এতে সন্তুষ্ট নয়। তাদের আশঙ্কা, এসব তথ্য চীনা কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত হতে পারে, যা সাইবার নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার জন্য ঝুঁকিপূর্ণ।