জাকসুর নির্বাচন তফসিল ঘোষণা দাবিতে আন্দোলন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে শতাধিক শিক্ষার্থী নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন। এর আগে, ‘জাকসুর পক্ষে জাহাঙ্গীরনগর’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি মিছিল বের করেন তারা, যা শিক্ষার্থীদের ২০টি হলের সামনে দিয়ে ঘুরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন, আধিপত্যবাদবিরোধী মঞ্চ, ইসলামী ছাত্রশিবির, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ও বিভাগের ছাত্র সংসদের সদস্যরা অংশ নেন।
এ সময় জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক মেহের আফরোজ শাঁওলি বলেন, “আমরা প্রশাসনের ভয় দেখানো নাটক আর সহ্য করবো না, জাকসু দরকার, আমাদের অধিকার চাই।” গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, “প্রশাসন ৩৩ বছর পর জাকসু বাস্তবায়নের কথা বললেও, এখন কুচক্রী মহলের চাপের কারণে তারা তফসিল ঘোষণা করতে চাচ্ছে না।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সদস্যসচিব তৌহিদ সিয়াম বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদলসহ কিছু অছাত্র তফসিল ঘোষণা বন্ধ করতে চাপ দিচ্ছে, কিন্তু আমরা তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।”
আপনার মতামত লিখুন