দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরেই অসুস্থ সাবিনা ইয়াসমিন, হাসপাতালে ভর্তি

বাংলা গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন দীর্ঘ এক বছর পর গত শুক্রবার রাতে ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ শীর্ষক এক অনুষ্ঠানে গান পরিবেশন করেন। তবে পারফরম্যান্স চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে তার গান শুনছিলেন, এমন সময় ভার্টিগো সমস্যার কারণে তিনি মঞ্চে ভারসাম্য হারিয়ে ফেলেন। পরে দ্রুত তাকে গুলশানের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ জানান, সাবিনা ইয়াসমিন বর্তমানে সুস্থ আছেন এবং তাকে বাসায় নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে তার মেয়ে, সংগীতশিল্পী ইয়াসমিন ফায়রুজ বাঁধন জানিয়েছেন, চিকিৎসকেরা এখনও তাকে পর্যবেক্ষণে রেখেছেন, এবং আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।
সাবিনা ইয়াসমিনের আজ (শনিবার) একই মঞ্চে এবং ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের এক অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল। তবে চিকিৎসকের পরামর্শে আপাতত কোনো অনুষ্ঠানে অংশ নেবেন না তিনি।
১৯৬২ সালে শিশুদের গানে কণ্ঠ দিয়ে সংগীতজীবন শুরু করা সাবিনা ইয়াসমিন ১৯৬৭ সালে মাত্র ১৩ বছর বয়সে ‘আগুন নিয়ে খেলা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রের প্লেব্যাক জগতে প্রবেশ করেন। সংগীতে তার অবদান তাকে বাংলা গানের অপরিহার্য শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ২০২০ সালে কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ ছবিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি প্রথমবারের মতো সুরকার হিসেবেও কাজ করেন তিনি।
ভক্ত-অনুরাগীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
আপনার মতামত লিখুন