নির্বাচন কমিশন ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৩ অপরাহ্ণ
নির্বাচন কমিশন ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও অফিস খোলা রাখতে নির্বাচন কমিশন (ইসি) সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে। ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০ জানুয়ারি শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং নিবন্ধন কার্যক্রম ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলবে। এর মধ্যে কাজের গতিপথ সঠিকভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তা ও প্রটোকল দায়িত্বপ্রাপ্ত কর্মীরা ছুটির দিন ও অফিস সময়ের বাইরে দায়িত্ব পালন করবেন।