প্রকাশিতব্য বইয়ের অনুমোদনে পুলিশের কোনো সিদ্ধান্ত হয়নি: ডিএমপি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০৩ অপরাহ্ণ
প্রকাশিতব্য বইয়ের অনুমোদনে পুলিশের কোনো সিদ্ধান্ত হয়নি: ডিএমপি।

প্রকাশিতব্য বইয়ের অনুমোদন নিয়ে পুলিশের পক্ষ থেকে কোনো পরামর্শ বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, এমনকি এ বিষয়ে কোনো বক্তব্যও দেওয়া হয়নি, জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ শনিবার ডিএমপি তাদের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং লেখালেখির মতো সৃজনশীল কর্মকাণ্ডকে সবসময় উৎসাহিত করা হয়। ডিএমপি সবাইকে ভুল ব্যাখ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকতে অনুরোধ করেছে।

ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গতকাল বইমেলা উপলক্ষে নিরাপত্তা বিষয়ে প্রেস ব্রিফিংয়ের সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বাংলা একাডেমির দৃষ্টি আকর্ষণ করা হয়, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী বা উসকানিমূলক বই প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হয়। তবে, পুলিশের পক্ষ থেকে প্রকাশিতব্য বইয়ের অনুমোদন বা ভেটিং সম্পর্কে কোনো পরামর্শ বা সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে, জাতীয় কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, কিছু গণমাধ্যম ভুল বোঝাবুঝি সৃষ্টি করছে, যেখানে পুলিশের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে, বই ছাপানোর আগে বাংলা একাডেমি বা পুলিশকে পড়তে দেওয়া উচিত, যা তিনি অবিশ্বাস্য এবং হাস্যকর বলে অভিহিত করেছেন।