বইমেলায় নতুন বাংলাদেশের প্রত্যয়ে ড. মুহাম্মদ ইউনূসের উক্তি

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান এবারের বইমেলায় নতুন তাৎপর্য নিয়ে সামনে এসেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে অমর একুশের বইমেলার উদ্বোধন শেষে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। আমাদের সাহসী তরুণদের এই আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে। এই বিজয়ের মাধ্যমে এসেছে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় সংকল্প।’ তিনি আরও যোগ করেন, এবারের বইমেলা, ঐতিহাসিক জুলাই মাসের অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি নিয়ে আমাদের সামনে এসেছে।
তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, জুলাইয়ের ছাত্র-জনতা-শ্রমিকদের, যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন। তিনি বলেন, ‘এবারের বইমেলার প্রতিপাদ্য হলো জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য।’
ড. ইউনূস বলেন, ‘একুশ আমাদের মূল সত্তার পরিচয়। একুশ আমাদের ঐক্যের দৃঢ় বন্ধন। একুশের মানে হলো সংগ্রাম, আমাদের অস্তিত্বের জন্য অনড় প্রতিশ্রুতি।’ তিনি আরো বলেন, ‘এই ঐক্যই আমাদেরকে গণঅভ্যুত্থান করতে সাহস দিয়েছে এবং নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার দৃঢ় করেছে।’
এছাড়াও, তিনি বইমেলার আয়োজনে বাংলা একাডেমির কর্মকাণ্ড এবং লেখকদের উৎসাহিত করতে কিছু প্রস্তাবও দেন, যেমন লেখকদের প্রতি আরও স্বীকৃতি প্রদান এবং সেরা লেখকদের পুরস্কৃত করার ব্যবস্থা করা।
অবশেষে, তিনি সারা বিশ্বের বাংলাদেশি কমিউনিটির কাজের প্রশংসা করেন এবং তাদের অবদানের জন্য সারা দেশে ও বিদেশে যথাযথ স্বীকৃতির প্রস্তাব করেন।
আপনার মতামত লিখুন