বইমেলায় শেখ হাসিনার ছবি সংযুক্ত ডাস্টবিন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২০ অপরাহ্ণ
বইমেলায় শেখ হাসিনার ছবি সংযুক্ত ডাস্টবিন

অমর একুশে বইমেলা ২০২৫-এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠনটি মেলার ভেতরে ডাস্টবিন স্থাপন করেছে, যার গায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ঘৃণা স্তম্ভে’র ছবি সংযুক্ত করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বইমেলার প্রথম দিনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এই ডাস্টবিনে ময়লা ফেলেন।

শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে ডাস্টবিনে ময়লা ফেলার পাঁচটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে বিনে জঞ্জাল নিক্ষেপ।’

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে ডাস্টবিনের ছবি প্রকাশ করে জানায়, “আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৫। বইমেলায় এলে আপনার হাতের অপ্রয়োজনীয় ময়লা-আবর্জনা ডাস্টবিনে ফেলতে ভুলবেন না। মেলার অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর রাখুন, আবর্জনামুক্ত থাকুন।”

এই ব্যতিক্রমী উদ্যোগকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে প্রতিবাদের নতুন ধরন হিসেবে দেখছেন, আবার কেউ একে বইমেলার পরিবেশ ও শৃঙ্খলার জন্য অনাকাঙ্ক্ষিত বলছেন।